Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এডিপিতে আন্দোলনের ধাক্কা, ২ মাসে বাস্তবায়ন আড়াই শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৪ ০১:২৬

ঢাকা: অর্থবছরের শুরুর দিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি এমনিতেই ধীর থাকে। এ বছর আন্দোলনের ধাক্কায় সেই গতি আরও কমে গেছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে এর হার দাঁড়িয়েছে মাত্র ২ দশমিক ৫৭ শতাংশে। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৩ দশমিক ৮৪ শতাংশ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) বলছে, গত কয়েক বছরের মধ্যে অর্থবছরের প্রথম দুই মাসে এত কম এডিপি বাস্তবায়ন হয়নি। এর আগে ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৩ দশমিক ৮৫ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ৩ দশমিক ৮২ শতাংশ, ২০২০-২১ অর্থবছরে ৩ দশমিক ৮৯ শতাংশ।

বিজ্ঞাপন

বুধবার (২ অক্টোবর) প্রকাশিত পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য বলছে, এখনো এডিপির ১ শতাংশ বরাদ্দও খরচ করতে পারেনি ২৬টি মন্ত্রণালয় ও বিভাগ। এর মধ্যে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের অগ্রগতি শূন্য শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, জুলাই ও আগস্ট মাস জুড়ে ছাত্র আন্দোলনসহ আওয়ামী লীগ সরকারের পতন-পরবর্তী সময়ে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল ছিল না। এরই নেতিবাচক প্রভাবই পড়েছে এডিপি বাস্তবায়নে।

আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের এডিপিতে দুই লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে জুলাই ও আগস্ট মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে মাত্র সাত হাজার ১৪৩ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ১০ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। আগের অর্থবছরগুলোতেও ব্যয় ছিল আট হাজার কোটি টাকার বেশি।

বিজ্ঞাপন

চলতি অর্থবছরের দুই মাসে ৫ শতাংশের বেশি এডিপি বাস্তবায়ন করতে পেরেছে মাত্র ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ। এগুলো হল— জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, আইএমইডি, মন্ত্রিপরিষদ বিভাগ, ইআরডি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিদ্যুৎ বিভাগ।

শূন্য শতাংশ বাস্তবায়ন তথা এডিপি বাস্তবায়ন শুরুই করতে পারেনি পাঁচটি যেসব মন্ত্রণালয় ও বিভাগ— স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়।

এদিকে শূন্য দশমিক শূন্য ১ শতাংশ এডিপি বাস্তবায়ন করা মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে চারটি— বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।

এর বাইরে ১ শতাংশের কম এডিপি বাস্তবায়ন করা মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে রয়েছে— স্বাস্থ্য সেবা বিভাগ, পানিসম্পদ মন্ত্রণালয়, সেতু বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কর্ম কমিশন।

সারাবাংলা/জেজে/টিআর

আইএমইডি এডিপি এডিপি বাস্তবায়ন পরিকল্পনা মন্ত্রণালয় বার্ষিক উন্নয়ন কর্মসূচি

বিজ্ঞাপন

একা একা কান্না করতেন শাহরুখ
১৯ নভেম্বর ২০২৪ ২৩:২১

আরো

সম্পর্কিত খবর