মেসি জাদুতে শিরোপা জিতল মায়ামি
৩ অক্টোবর ২০২৪ ০৯:৫৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৯
ইনজুরি কাটিয়ে কিছুদিন আগেই মাঠে ফিরেছিলেন তিনি। ইন্টার মায়ামির হয়ে আজ যেন স্বরূপে ফিরলেন লিওনেল মেসি। মেসির দুর্দান্ত জোড়া গোলেই কলম্বাসকে ৩-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাপোর্টার্স শিল্ডের শিরোপা ঘরে তুলল মায়ামি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। কলম্বাস-মায়ামি দুই দলই গোল পেয়েছিল ২৫ মিনিটের মাঝে। তবে দুই দলের গোলই অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। ৪৫ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন মেসি। আলবার বাড়ানো বলে দুই ডিফেন্ডারের মাঝে দারুণভাবে বল নিয়ন্ত্রণে এনে কিপারকে বোকা বানিয়ে দলকে এগিয়ে দেন মেসি।
বিরতির ঠিক আগে বক্সের বাইরে ফ্রি কিক পায় মায়ামি। সেখান থেকে দুর্দান্ত এক গোল করে ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। মেসির জোড়া গোলে ২-০ ব্যবধানের লিড নিয়েই হাফ টাইমে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল শোধ করে কলম্বাস। ৪৬ মিনিটে ডিয়েগো রসি এক গোল শোধ করেন। ৪৮ মিনিটেই অবশ্য দুই গোলের লিড ফিরে পায় মায়ামি। গোলরক্ষকের ভুলে বল পেয়ে গোল করেন লুইস সুয়ারেজ।
৬১ মিনিটে পেনাল্টি থেকে আরেকটি গোল শোধ করেন কুচো হার্নান্দেজ। ৮৪ মিনিটে ম্যাচে সমতা আনতে পারত কলম্বাস। পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি তারা। দারুণ এক সেভে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মায়ামি কিপার।
শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় দিয়েই শিরোপা জেতে মায়ামি। ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে এই শিরোপা নিশ্চিত করল তারা। নিজেদের ইতিহাসের দ্বিতীয় ট্রফি জয়ের স্বাদ পেল মায়ামি। মেসি জিতলেন তার ক্যারিয়ারের ৪৬ তম ট্রফি।
সারাবাংলা/এফএম