‘নতুন করে ফ্যাসিজমের উত্থান ঘটুক, মানুষ তা চায় না’
৩ অক্টোবর ২০২৪ ১৫:২৪
ঢাকা: ‘নতুন করে ফ্যাসিজমের উত্থান ঘটক দেশের মানুষ তা চায় না’— এমনটিই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে নিহত তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে তিনি এ মন্তব্য করেন।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে তাহমিদ ও মাসুদ রানার পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
রিজভী বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশে অতি ধনী লোকের সৃষ্টি হয়েছে, তারা কারা? যারা বিদ্যুৎ উৎপাদনের নামে টাকা লুট করেছে, মেগা প্রজেক্টের নামে টাকা লুট করেছে, যারা পদ্মা সেতুর নামে টাকা লুট করেছে, যারা শেয়ার বাজারসহ বিভিন্ন সেক্টরে লুট করেছে, তাদের লোকজনই বিভিন্ন জায়গায় অবস্থান করছে। নতুন করে ফ্যাসিজমের উত্থান ঘটক, দেশের মানুষ তা চায় না।
তিনি বলেন, ‘যারা প্রশাসন পরিচালনা করছেন, তাদের নিয়ে নানা কথা শুনছি। এটা দুঃখজনক। বিপ্লবী সরকার সাধারণত তড়িৎ গতিতে সমাজ ও রাষ্ট্র থেকে দুষিত রক্ত বের করে দেয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বিপ্লবী সরকার বলি। তাহলে কী করে এই সমস্ত ভয়ঙ্কও দুর্নীতিবাজ ব্যক্তি ও টাকা লুণ্ঠনকারী এখনো প্রশাসনে অবস্থান করছে?’
রিজভী বলেন, ‘বিভিন্ন দেশের সমঙ্গে শেখ হাসিনা সরকারের অসম চুক্তিসমূহ যদি জনস্মুখে প্রকাশ করা না হয়, তাহলে অন্তর্বর্তী সরকারের যোগ্যতা এবং দক্ষতা নিয়ে মানুষ প্রশ্ন করবে। এই পরিস্থিতি যেন তৈরি না হয়, সে ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে।’
‘‘সমবায় ব্যাংকে জমা রাখা সাত হাজার ৩৯৮ ভরি সোনা ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করে দিয়েছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি’’— পত্রিকায় প্রকাশিত এমন সংবাদের প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘কী দেশ ছিল এটা! অনাচার অবিচার লুটপাটের লাইসেন্স দিয়েছিলেন শেখ হাসিনা। তার কথাই ছিল আমার ক্ষমতা ঠিক রেখে তোরা যা পারিস কর।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি দস্যু ও মাফিয়া সিন্ডিকেটের প্রধান ছিলেন। পুলিশ-সিভিল প্রশাসন প্রত্যেক জায়গায় শেখ হাসিনার আশীর্বাদপুষ্টরা শতশত কোটি টাকার মালিক। প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম খান তার গ্রামের বাড়িতে ছয় তলা বাড়ি।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। আপনারা প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থার করুন।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বজলুল বাছিত আঞ্জু, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ অনান্যরা।
সারাবাংলা/এজেড/ইআ