Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফখরুলের এপিএস পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৪ ২১:২৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৫:০০

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এপিএস পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন আরিফ হোসেন নামের এক ব্যক্তি। পরে তাকে গুলশান থানায় সোপর্দ করেছে বিএনপি।

জানা গেছে, বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকেলে আরিফ হোসেনসহ আরও চারজন গুলশান-২ গোলচত্বরের পাশে একটি ক্যাফেটেরিয়ায় এসে চাঁদা দাবি করেন।

এ সময় তিনি নিজেকে বিএনপি মহাসচিবের এপিএস হিসেবে পরিচয় দেন। বিষয়টি ক্যাফেটেরিয়ার লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে গুলশানের বিএনপি কার্যালয় নিয়ে যায়। তবে ওই সময়ে বাকি তিনজন কৌশলে পালিয়ে যায়।

আরিফ হোসেনকে গুলশান কার্যালয়ে নেওয়ার পর সেখান থেকে থানা পুলিশে খবর দেয় কার্যালয়ের কর্মকর্তারা। গুলশান থানার এসআই আনোয়ারের নেতৃত্বে তাকে থানায় নেওয়া হয়।

থানা পুলিশ সূত্র জানিয়েছে, চাঁদাবাজ আরিফকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আরিফের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তিনি ঢাকার পল্লবীতে থাকেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

এপিএস চাঁদাবাজি টপ নিউজ ধরা পরিচয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর