মাদ্রিদ ডার্বির ঘটনায় শাস্তি পেল অ্যাটলেটিকো
৪ অক্টোবর ২০২৪ ১০:০৫
রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাদ্রিদ ডার্বিতে সমর্থকদের আচরণ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিল তারা। শেষ পর্যন্ত ওয়ান্ডা মেট্রোপলিটনের ওই ঘটনায় শাস্তি পেতে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। আগামী তিন ম্যাচ গ্যালারির কিছু অংশ ফাঁকা রেখেই খেলতে হবে অ্যাটলেটিকোকে, সাথে গুণতে হবে জরিমানাও।
গত ২৯ সেপ্টেম্বর ঘরের মাঠে রিয়ালের মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো। সেই ম্যাচের ৬৪ মিনিটে মিলিতাওয়ের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পরেই গ্যালারি থেকে ছুঁড়ে মারা হয় নানা বস্তু। প্রতিপক্ষের সমর্থকদের এমন আচরণে মাঠ ছাড়তে বাধ্য হন রিয়াল ফুটবলাররা। প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকার পর শুরু হয় খেলা। অ্যাটলেটিকো সমর্থকদের এমন আচরণে উঠেছিল সমালোচনার ঝড়। এমনকি স্বাগতিক ক্লাবের কোচ ও ফুটবলাররাও এই ঘটনার নিন্দা জানিয়েছিলেন।
শেষ পর্যন্ত ওইদিনের ঘটনায় বড় শাস্তি পাচ্ছে অ্যাটলেটিকো। গ্যালারির যে অংশ থেকে ওইসব বস্তু ছুড়েছিলেন সমর্থকরা, আগামী ৩ ম্যাচ সেই অংশ ফাঁকা রেখেই খেলতে হবে তাদের। একই সাথে ৪৫ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে ক্লাবটিকে।
অ্যাটলেটিকো অবশ্য নিজে থেকেই ওই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। একজন সমর্থককে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। নিজের পরিচয় গোপন করে স্টেডিয়ামে প্রবেশের নিয়মও বাতিল করেছে ক্লাবটি।
সারাবাংলা/এফএম