Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাস জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৪ ২০:৩৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৪

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলায় খাস জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় নইমুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, মাতারগাঁও গ্রামে অনাবাদি খাস জমি নিয়ে মকবুল লন্ডনি ও দারা মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আগেও দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। শুক্রবার দুপুরে খাস জমির দখল নেওয়ার চেষ্টায় দুপক্ষের লোকজন বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন। এ সময় দারা মিয়ার পক্ষের নইমুল ইসলাম নিহত হন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এলাকার মানুষরা বলছেন, বন্দুকের গুলিতে মারা গেছেন তিনি। বিষয়টি আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। ময়নাতদন্তের পর জানা যাবে।

সারাবাংলা/টিআর

সংঘর্ষ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

এবারের আইপিএলই ধোনির শেষ?
৭ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

আরো

সম্পর্কিত খবর