Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে ‘খুন করে’ লাশ ঝোপে ফেলে স্বামী গেল দুবাইয়ে

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৪ ২০:৪১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাহাড়ের ঝোপ থেকে উদ্ধার করা নারীর লাশের পরিচয় মিলেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিচয় উদ্ধারের পর স্থানীয় পুলিশ তাকে হত্যার বিষয়ে প্রাথমিক তথ্য উদ্‌ঘাটন করেছে।

পুলিশ জানিয়েছে, নিহত নারীকে তার স্বামী খুন করে লাশ পাহাড়ের ঝোপে ফেলে দিয়ে দুবাই পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে একটি পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল মর্গে পাঠানো হয়।

পুলিশের ভাষ্য, কুকুর বা শেয়াল লাশের কিছু অংশ খেয়ে ফেলায় এবং মরদেহ পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। এ অবস্থায় পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিটকে পরিচয় শনাক্তের ভার দেওয়া হয়।

একদিনের মাথায় পরিচয় শনাক্তের পর পিবিআই জানিয়েছে, উদ্ধার করা লাশটি আমেনা বেগম নামে আনুমানিক ৩৫ বছর বয়সী এক তরুণীর। চট্টগ্রাম নগরীর বলুয়ার দিঘির পাড় এলাকার আবুল কালাম সওদাগর কলোনির বাসিন্দা কামাল উদ্দিনের মেয়ে। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার নাগেরকান্দি গ্রামে।

পিবিআই চট্টগ্রাম জেলার পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, ‘লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। তাকে খুন করে গুমের জন্য ওই টিলার ঝোপের মধ্যে লাশ ফেলে রাখা হয়েছিল বলে আমাদের ধারণা।’

পিবিআই লাশের পরিচয় শনাক্তের পর আনোয়ারা থানা পুলিশ ওই নারীর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে অনেকটাই এগিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ওই নারীর স্বামী দুবাইপ্রবাসী ইয়াসিন আরাফাত। তার বাড়ি চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায়।

বিজ্ঞাপন

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন সারাবাংলাকে বলেন, ‘আমরা কিছু তথ্য পেয়েছি। আমেনা তার বাবার বাসায় থাকতেন। স্বামী তার বাড়িতে থাকতেন। তাহলে তাদের মধ্যে ঝামেলা ছিল নিশ্চয়ই।’

‘গত মঙ্গলবার বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে আমেনাকে তার স্বামী বাসা থেকে ডেকে নেন। এরপর দুদিন ধরে আমেনা নিখোঁজই ছিলেন। বৃহস্পতিবার আমরা লাশ উদ্ধার করি,’— বলেন ওসি।

আমেনার স্বামী দেশের বাইরে চলে গেছেন জানিয়ে ওসি আরও বলেন, ‘আমরা তথ্যপ্রমাণ পেয়েছি, আমেনার স্বামী বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই চলে গেছেন। আমাদের ধারণা, মঙ্গলবার অথবা বুধবার আনোয়ারায় এনে আমেনাকে হত্যা করেন তার স্বামী। লাশ গুম করার জন্য সেটি ঝোপের মধ্যে ফেলে যান।’

আনোয়ারায় নিয়ে কেন খুন কিংবা লাশ গুমের চেষ্টা করা হলো— এ বিষয়গুলো বিস্তারিত তদন্তে বের হবে বলে জানান ওসি।

সারাবাংলা/আরডি/টিআর

মরদেহ উদ্ধার স্ত্রীকে খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর