ভ্যান ছিনতাইয়ের ২ দিন পর মিলল চালকের গলাকাটা মরদেহ
৪ অক্টোবর ২০২৪ ২০:৫৬
চুয়াডাঙ্গা: নিখোঁজের দুই দিন পর চুয়াডাঙ্গার ভালাইপুর থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভ্যান ছিনতাইয়ের পর চালকের গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের রাস্তার পাশের একটি বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলমগীর হোসেন একই উপজেলার ভালাইপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সাত্তারের ছেলে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, চুয়াডাঙ্গার ভালাইপুর থেকে নিখোঁজের দুই দিন পর আলমগীর হোসেন (৪০) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, চালককে হত্যার পর ব্যাটারিচালিত ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, গত বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন চালক আলমগীর। রাতে বাড়ি না ফিরলে তাকে খোঁজাখুঁজি করা হয়।
পরদিন বৃহস্পতিবার (৩ অক্টোবর) নিখোঁজ আলমগীরের বড় ভাই জহুরুল ইসলাম আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শুক্রবার সকালে বাঁশ বাগানের মধ্যে আলমগীরের মরদেহ দেখতে পেয়ে ওই এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুরতহাল শেষে নিহতের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/টিআর