Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোয়ালিয়রের নিরাপত্তা নিয়ে যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক
৪ অক্টোবর ২০২৪ ২১:৪৭

ভারত সফরের আগেই হুমকি পেয়েছিল বাংলাদেশ দল। বাংলাদেশ-ভারত সিরিজ ভণ্ডুলের হুমকি দিয়েছিল হিন্দু মহাসভা। টি-২০ সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু গোয়ালিয়রে ম্যাচের দিন বন্ধও ডেকেছে দলটি। এই কারণেই কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে এই ম্যাচকে ঘিরে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, ম্যাচের ভেন্যুর নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ দল।

সিরিজ শুরর আগে হিন্দু মহাসভা ঘোষণা করেছিল, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদেই তারা বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে দেবে না। ম্যাচ যেন অনুষ্ঠিত হতে না পারে এই কারণে বন্ধ ডাকা হয়েছে। পুরো শহরজুড়ে বিক্ষোভও হয়েছে কয়েকবার। ম্যাচ আয়োজন করার চেষ্টা হলে হামলার হুমকিও দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। আর এতেই নিরাপত্তা জোরদার করেছে গোয়ালিয়র কর্তৃপক্ষ। খেলার দিনও আপত্তিকর কোন প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার নিয়ে মাঠে প্রবেশ নিষিদ্ধ করেছে স্টেডিয়াম নিরাপত্তা কমিটি।

বিজ্ঞাপন

এয়ারপোর্ট থেকে শুরু করে টিম হোটেল, সবখানেই নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। শান্ত ভারতের নেওয়ার এই নিরাপত্তায় যথেষ্ট খুশি, ‘নিরাপত্তা নিয়ে এখনো কারো মনে কারো অভিযোগ নেই। আমরা ভালো আছি। মাঠে নিরাপদে আসতে পেরেছি। আশা করছি খেলাও সুন্দরভাবে হবে।’

গোয়ালিয়রে ১৪ বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। বাংলাদেশ-ভারত প্রথম টি-২০ ম্যাচের ভেন্যুতে এই প্রথমবার হবে আন্তর্জাতিক ম্যাচ। নতুন মাঠের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলেই জানালেন শান্ত, ‘এই মাঠটা নতুন, তেমন কোন ধারণা নেই মাঠ নিয়ে। আমরা কয়েকদিন অনুশীলন করেছি। উইকেট কেমন তা নিয়ে ধারণা নেওয়ার চেষ্টা করছি। আন্তর্জাতিক দল হিসেবে যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে। দেশে যারা ছিল খুব ভালোমতো প্রস্তুতি নিয়েছে। আমরা নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারলে ভালো ক্রিকেটই খেলব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ভারত সিরিজ

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর