Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সময় মাল্টিমিডিয়ার দায়িত্বে কামাল শাহরিয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৪ ১৫:৪০

ঢাকা: সময় মিডিয়া লিমিটেডের মাল্টিমিডিয়া টিমের দায়িত্ব পেয়েছেন কামাল হোসাইন শাহরিয়ার। ১ অক্টোবর থেকে তিনি মাল্টিমিডিয়া লিড হিসেবে দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।

গত ৩০ সেপ্টেম্বর তাকে চিঠি দিয়ে এ দায়িত্ব দিয়েছে সময় টেলিভিশন কর্তৃপক্ষ। এর আগে প্রতিষ্ঠানটির ন্যাশনাল ডেস্কের লিড হিসেবে কর্মরত ছিলেন কামাল শাহরিয়ার। ন্যাশনাল ডেস্কের হয়ে টেলিভিশন, ওয়েব এবং ডিজিটাল প্লাটফর্মের সমন্বয় করতেন তিনি।

বিজ্ঞাপন

জানা গেছে, বরিশালের আঞ্চলিক পত্রিকা দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন কামাল শাহরিয়ার। এর পর ঢাকায় এসে দৈনিক ভোরের ডাক পত্রিকায় কাজ শুরু করেন। এ ছাড়াও দৈনিক সংবাদ ও দৈনিক ইত্তেফাক-এ কাজ করেছেন তিনি। বাংলানিউজ টোয়েন্টফোর ডটকম, ঢাকা টাইমস টোয়েন্টফোর ডটকমেও কাজ করেছেন কামাল শাহরিয়ার।

মাঝে বন্ধুদের সঙ্গে যুক্ত হন দেশটাইমস টোয়েন্টফোর ডটকম নামে একটি অনলাইন পোর্টালে। নানা কারণে সেটি বন্ধ হয়ে যায়। পরে তিনি যোগ দেন সময় টেলিভিশনে। ২০২১ সালে ন্যাশনাল ডেস্ক ইনচার্জ থাকা অবস্থায় সময় টিভি ছেড়ে দিয়েছিলেন কামাল শাহরিয়ার।

সে বছরের আগস্টে ন্যাশনাল ডেস্কের প্রধান হিসেবে যোগ দেন দেশের প্রথম বিজনেস টেলিভিশন এখন-এ। মূলত, টেলিভিশনটির শুরুর দিকে যে কয়জন কর্মীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তিনিও তার মধ্যে অন্যতম। ২০২৩ সালের জুনে তুষার আবদুল্লাহর তত্ত্বাবধানে থাকা এখন টিভি ছেড়ে দেন শাহরিয়ার। পরে ন্যাশনাল লিড হিসেবে আবারও সময় টেলিভিশনে ফেরেন তিনি। মূলত সময় ও এখন টিভি- দুটোই সিটি গ্রুপের মালিকানাধীন।

সময় টেলিভিশনের ডিজিটাল প্লাটফর্মে অদম্য বাংলাদেশ, তারুণ্যের সময় ও সাম্প্রতিক ভাবনা সরাসরি সম্প্রচারিত প্রোগ্রামের উপস্থাপনা করেছেন কামাল শাহরিয়ার। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সময় বিদেশি সংবাদমাধ্যমে ফিল্যান্স জার্নালিস্ট হিসেবে কাজ করেন তিনি।

বিজ্ঞাপন

নতুন দায়িত্ব নেওয়ার বিষয়ে জানতে চাইলে কামাল শাহরিয়ার বলেন, ‘ডিজিটাল বলেন আর মাল্টিমিডিয়া প্লাটফর্মই বলেন- এটা চ্যালেঞ্জিং দায়িত্ব আমার জন্য’

তিনি বলেন, ‘টেলিভিশন বা কাগজে দর্শক বা পাঠক- নিজের চাহিদা মতো সবকিছু নাও পেতে পারেন। কিন্তু ডিজিটাল বা মাল্টিমিডিয়া প্লাটফর্মে দর্শক ও পাঠক সবকিছু নিয়ন্ত্রণ করেন। সুতরাং, এটা অনেক বড় একটি চ্যালেঞ্জ। কারণ, ভিউয়ারকে তার পছন্দ বা চাহিদা মতো কন্টেন্ট সরবরাহ করতে হয়।’

অপর এক প্রশ্নের জবাবে কামাল শাহরিয়ার বলেন, ‘দেশের সম্প্রচার ও তথ্যপ্রযুক্তিখাতের বিশেষজ্ঞ সালাউদ্দিন সেলিম ভাইয়ের সঙ্গে কাজ করার দারুণ এক সুযোগ হয়েছে। আমাদের তারুণ্যনির্ভর যে টিম রয়েছে তারাও বেশ দারুণ। বিশ্বাস করি আমাদের প্লাটফর্মটি আরও এগিয়ে যাবে।’

উল্লেখ্য, সময় টিভির ইউটিউব প্লাটফর্মে সাবস্ক্রাইবার সংখ্যা আড়াই কোটির বেশি। গত ১২ সেপ্টেম্বর দেশের প্রথম ইউটিউব চ্যানেল হিসেবে ২৫ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করে চ্যানেলটি। ফেসবুকেও ফলোয়ারের সংখ্যা ১৬ মিলিয়নের বেশি।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

কামাল শাহরিয়ার মাল্টিমিডিয়া সময় টেলিভিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর