কারভাহালের ভয়ংকর ইনজুরিতে ম্লান রিয়ালের জয়
৬ অক্টোবর ২০২৪ ০৯:১১
ম্যাচের শেষ বাঁশি বাজতে তখন কয়েক সেকেন্ড বাকি। ২-০ গোলে এগিয়ে থেকে সহজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এই সময় বল দখলের লড়াইয়ে ভিয়ারিয়ালের ইয়েরেমি পিনোর সাথে বেকায়দায় ধাক্কা লাগে দানি কারভাহালের। পিনোর পায়ের মাঝে পড়ে কারভাহালের ডান পা। আর এতেই ভয়ংকরভাবে বেঁকে যায় রিয়াল অধিনায়কের পা। এই ইনজুরিতে চোখের জলে মাঠ ছেড়েছেন কারভাহাল। তার এমন ইনজুরিতে তাই ম্লান রিয়ালের জয়ে ফেরাও।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই দাপটের সাথে খেলেছে রিয়াল। লিড নিতেও খুব বেশি দেরি করেনি তারা। ১৪ মিনিটের মাথায় রিয়ালকে এগিয়ে দেন ভালভার্দে। মদ্রিচের কর্নার থেকে করা অ্যাসিস্টে গোল পান ভালভার্দে। ৩৭ মিনিটে জুড বেলিংহাম গোলের সুযোগ নষ্ট করেছেন। ভিয়ারিয়াল কিপার কুন্দের দারুণ দুটি সেভে হাফ টাইমের আগে লিড বাড়াতে পারেনি রিয়াল।
৫০ মিনিটের মাথায় পেনাল্টি পেয়েছিল রিয়াল, তবে অফসাইডের কারণে সেটা বাতিল হয়। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র। ভালভার্দের বাড়ানো বলে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে রিয়ালের জয় অনেকটাই নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান। গোলের ৫ মিনিট পরেই অবশ্য কাঁধের চোটের কারণে মাঠ ছাড়তে হয় ভিনিসিয়াসকে।
ম্যাচের অন্তিম মুহূর্তে বড় ইনজুরিতে পড়েন কারভাহাল। তার ডান পা কিছুটা বেঁকে গিয়ে পিনোর পায়ের মাঝে পড়লে কান্নায় ভেঙে পড়েন তিনি। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় কারভাহালকে। ঠিক কবে মাঠে ফিরতে পারবেন তিনি সেটাও এখন অনিশ্চিত।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। এই জয়ে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল তারা। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
সারাবাংলা/এফএম