Monday 14 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে কঠিন সময়ে সাকিব

স্পোর্টস ডেস্ক
৬ অক্টোবর ২০২৪ ০৯:৫৩

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে না এসে যুক্তরাষ্ট্রে ফিরেছিলেন সাকিব আল হাসান। সেখানকার টি-১০ লিগে দল পেয়েছেন সাকিব। শুধু তাই নয়, লস অ্যাঞ্জেলসের অধিনায়কত্বও পেয়েছিলেন তিনি। অধিনায়ক হিসেবে টুর্নামেন্টের শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি তার। প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ সাকিব, হেরেছে তার দলও।

ডালাসে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল নিউইয়র্ক লায়ন্স। বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি সাকিব। সাকিব করেছেন এক ওভার, সেখানে দিয়েছেন ১৮ রান! সেই ওভারে কোন উইকেটও পাননি তিনি। নিজেদের ১০ ওভারে নিউইয়র্ক তোলে ২ উইকেটে ১১৮ রান।

বিজ্ঞাপন

রান তাড়া করতে নেমে ব্যাট হাতেও ব্যর্থ সাকিব। টি-১০ মুডে যেন নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না তিনি। ১৬ বল খেলে ১৩ রানে প্যাভিলিয়নে ফিরেছেন সাকিব। শেষ পর্যন্ত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৭ রান তোলে সাকিবের দল। নিউইয়র্ক ম্যাচ জেতে ১৯ রানে।

সারাবাংলা/এফএম

যুক্তরাষ্ট্র সাকিব আল হাসান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর