খাবারের দোকানে ট্রাক, সিলিন্ডার বিস্ফোরণে ৩ জনের মৃত্যু
৬ অক্টোবর ২০২৪ ১২:৩৬
ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে একটি খাবারের দোকানে ট্রাকের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হোটেল মালিক মো. মিন্টু (৫৫) দগ্ধ হয়েছেন। তাকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রামেরকান্দা কলেজের বিপরীত পাশের একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রামের কান্দা বোর্ডিং মার্কেট এলাকায় ওই হোটেলের সামনে গ্যাস সিলিন্ডার রেখেছিলেন হোটেল মালিক। একটি ট্রাক ওই গ্যাস সিলিন্ডারে ধাক্কা দিলে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে হোটেলে আগুন ধরে যায়। এতে ওই হোটেলের তিন কর্মচারী দোকানের ভেতর আটকে পড়ে আগুনে দগ্ধ হয়ে মারা যান।
হোটেল মালিক মো. মিন্টু জানান, রামেরকান্দা মোড়ে তার ঘরোয়া খাবার হোটেল। হঠাৎ রাস্তার পাশে রাখা সিলিন্ডার বিস্ফোরণ হয়ে হোটেলে আগুন ধরে যায়। এরপর আর কিছুই মনে নেই। তার হোটেলে ইলিয়াস, আক্রাম হোসেন, আওয়ালসহ চার-পাঁচজন কাজ করতেন।
ফায়ারসার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
সারাবাংলা/এসএসআর/এমপি/ইআ