Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ সদস্যের স্প্যানিশ মন্ত্রিসভায় ১১ জনই নারী


৭ জুন ২০১৮ ১১:৪৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

স্পেনের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ১৮ সদস্যের এই মন্ত্রিসভার ১১ জনই নারী, যা ৬০ শতাংশেরও বেশি। এর ফলে ইউরোপের অন্য যেকোনো দেশের তুলনায় স্প্যানিশ মন্ত্রিসভাতেই নারীদের অনুপাত সবচেয়ে বেশি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, স্প্যানিশ সোস্যালিস্ট ওয়ার্কার্স পার্টির প্রধানমন্ত্রী সানচেজ নারীবাদী হিসেবেই পরিচিত। গত সপ্তাহে জাতীয় সংসদে মারিয়ানা রাজয় আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হলে সানচেজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। মারিয়ানা রাজয়ের মন্ত্রিসভায় নারী ছিলেন মাত্র ৫ জন।

স্পেনের নতুন সরকারের মন্ত্রিসভায় মোট ১৮ সদস্যের ৬১ দশমিক ১ শতাংশ নারী। এর আগে স্পেনের ইতিহাসেও মন্ত্রিসভায় এত বেশি নারীর উপস্থিতি ছিল না। তাছাড়া, ফ্রান্স, সুইডেন ও কানাডার মতো হাতেগোনা মাত্র কয়েকটি দেশেই মন্ত্রিসভায় নারীদের উপস্থিতি ৫০ শতাংশ বার তার বেশি।

স্পেনের নতুন মন্ত্রিসভায় প্রতিরক্ষা, অর্থ, শিল্প ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে রয়েছেন নারীরা। এ ছাড়া, সাবেক মহাকাশচারী পেদ্রো ডাক’কে দেওয়া হয়েছে বিজ্ঞান বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার মন্ত্রিসভায় তিনি মূলত তাদের স্থান দিয়েছেন যারা একটি আধুনিক ও প্রো-ইউরোপিয়ান প্রগতিশীল সমাজ গড়ে তোলার মতো একই মানসিকতা ধারণ করেন।

ইউরোপকে নিজেদের ‘নতুন মাতৃভূমি’ অভিহিত করে সানচেজ আরো বলেন, গত ৮ মার্চ যে নারীবাদী আন্দোলন শুরু হয়েছে, তার মন্ত্রিসভা ওই আন্দোলনেরই একটি প্রতিফলন। নারী-পুরুষ মজুরি বৈষম্য ও নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে ওই দিন প্রায় ৫০ লাখ স্প্যানিশ নারী রাস্তায় নেমে আসেন।

বিজ্ঞাপন

কেবল মন্ত্রিসভা নয়, সানচেজের দলীয় ফোরামেও নারীদের অংশগ্রহণ বেশি। যে কারণে, সানচেজ আগে থেকেই নারীবাদী হিসেবে পরিচিত।

সারাবাংলা/টিআর

পেদ্রো সানচেজ স্পেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর