Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন দায়িত্বে ২ অতিরিক্ত সচিব, ১ জনকে ওএসডি

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৪ ১৪:৩৬ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২১:৩০

ঢাকা: প্রশাসনের রদবদলে দুই অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আর একজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব জামিলা শবনমের সই করা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি থাকা অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইদুর রহমান খানকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

আর জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা অতিরিক্ত সচিব ড. মো আল আমীন সরকারকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ-আইএমইডিতে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর