Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৪ ১৭:৪৯

খুলনা: খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় শরীফ শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বাগেরহাট সদর উপজেলার আবু শেখের ছেলে।

রোববার (৬ অক্টোবর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডাক্তার সুহাষ রঞ্জন হালদার জানান, গতকাল শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তার মৃত্যু হয়। এর আগে ২ অক্টোবর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে সাতজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩০৫ রোগী ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৪২ জন। গত ২৪ ঘণ্টায় ৯ জনকে ভর্তি করা হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর