Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার


৬ অক্টোবর ২০২৪ ১৯:৫৯

গাজীপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মো. আবদুল মতিন (৩৭) নামের এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
রোববার দুপুরে ঢাকার বংশাল এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। বিকেলে র‌্যাব-ফোরের মানিকগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ ক্যাম্পের আরেক লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার বংশাল থানা এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিনকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে গতকাল বিকেলে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতার হওয়া মতিন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া গ্রামের আবদুর হক হাওলাদারের ছেলে।

গত ৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাশিমপুর কারাগার থেকে অন্যান্য আসামির সঙ্গে পালিয়ে যান তিনি।

র‌্যাবের মানিকগঞ্জ ক্যাম্প সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আমতলী বাজারে নিরাপত্তা প্রহরীর কাজ করতেন জয়নাল মিয়া (৫৫)। ২০১৪ সালের ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে মতিন ও তার তিন-চারজন সহযোগীরা ওই বাজারে জনৈক সেলিম মিয়ার দোকানে চুরি করার চেষ্টা করেন। এই ঘটনায় জয়নাল মিয়া নামের এক ব্যক্তি বাধা দিলে মতিন ও তার সহযোগীরা তাকে গলাকেটে হত্যা করেন।

এ ঘটনায় পরের দিন নিহত জয়নালের ছেলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালত মতিনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে পাঠানো হয়। গত ৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাশিমপুর কারাগার থেকে তিনি পালিয়ে আত্মগোপন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর