Thursday 17 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকার কোচের দায়িত্ব পেলেন জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক
৭ অক্টোবর ২০২৪ ১৩:১৫

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে শ্রীলংকার জাতীয় দলের দায়িত্ব পালন করছিলেন তিনি। এবার সাবেক লংকান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়াকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। লংকান ক্রিকেট বোর্ড এক বার্তায় জানিয়েছে, আগামী ২ বছরের জন্য শ্রীলংকা জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

অস্থায়ী কোচ হিসেবে ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দায়িত্বে ছিলেন জয়সুরিয়া। এর মাঝে ভারতের বিপক্ষে ওয়ানডে ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ ফলাফল করেছে লংকান দল। সেই সুবাদেই জয়সুরিয়াকে স্থায়ীভাবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বিজ্ঞাপন

শ্রীলংকান ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় জানিয়েছে, দুই বছরের জন্য নিয়োগ পাচ্ছেন জয়সুরিয়া, ‘লংকান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সাম্প্রতিক সময়ে ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো পারফরম্যান্সের সুবাদে অস্থায়ী কোচ জয়সুরিয়াকে স্থায়ী নিয়োগ দেওয়া হচ্ছে।’

১ অক্টোবর থেকে শুরু হয়ে জয়সুরিয়ার কোচিংয়ের মেয়াদ থাকছে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।

সারাবাংলা/এফএম

জয়সুরিয়া শ্রীলংকা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর