বরিশাল: বরিশালের কোতয়ালী উপজেলার একটি পুকুর থেকে জাকির হোসেন (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টায় নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের কালু খান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত জাকির রুপাতলী সোনারগাঁও টেক্সটাইল এলাকার বাসিন্দা হারুন সিকদারের ছেলে।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা পুকুর থেকে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে। পরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি। কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।