Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুরি করতে গিয়ে দরজার চিপায় আটকে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৪ ১৭:৫৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪১

ঢাকা: রাজধানীর ওয়ারী টিপু সুলতান রোডের একটি পরিত্যক্ত বাসায় চুরি করতে গিয়ে দরজার চিপায় আটকে ফারুক (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে টিপু সুলতান রোডের ওই বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এর পর ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, ওই যুবকের নিজেদের বাড়ি গেন্ডারিয়ার শাহ সাহেব লেনে। ভবঘুরে ও মাদকাসক্ত হওয়ায় প্রায় ২৫ বছর ধরে পরিবার থেকে তিনি বিচ্ছিন্ন ছিলেন।

এসআই আরও জানান, রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় টিপু সুলতান রোডের ওই পরিত্যাক্ত বাড়িতে গিয়েছিল চুরি করতে। সেখানে দরজার চিপায় আটকে পড়ে ফারুক মারা যায়। দেখতে পেয়ে স্থানীরা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

প্রথমে যুবকটি পরিচয় শনাক্ত না হলেও পরে স্থানীয়দের সহায়তায় তার নাম-ঠিকানা জানা যায়। ফারুকের বাবার নাম শফিকুল ইসলাম। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

চুরি টপ নিউজ ধরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর