৮০ ঘণ্টার অভিযানে উদ্ধার ২ হিমালয় পর্বতারোহী
৭ অক্টোবর ২০২৪ ১৯:১০
হিমালয়ে তিন দিন ধরে আটকা পড়া দুই পর্বতারোহীকে ৮০ ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনীর যৌথ উদ্ধারকারী দল।
রোববার (৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টায় তাদের উদ্ধার করা হয়। আহোরণকারীরা হলেন- ব্রিটিশ পর্বতারোহী ফে ম্যানার্স (৩৭) ও আমেরিকান পর্বতারোহী মিশেল ডভোরাক (৩১)।
এর আগে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) উত্তর ভারতের চৌখাম্বা পর্বতে আরোহণ করছিলেন তারা। তাদের একটি এস্ওএস বার্তা পাওয়ার পর থেকে আর কোনও খবর পাওয়া যায়নি। পরে ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনী তাদের জীবিত উদ্ধার করেন। চৌখাম্বা থেকে ২১ মাইল দক্ষিণ-পূর্বে একটি শহর জোশিমঠের একটি হেলিপ্যাডে ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার দ্বারা তাদের এয়ারলিফট করা হয়েছিল বলে জানা গেছে।
ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার একজন মুখপাত্র বলেছেন, ’দুই নারীকে প্রায় ৬ হাজার মিটার উচ্চতায় আটকা অবস্থায় পাওয়া গেছে। তারা এখন নিরাপদ আছেন।’
ম্যানার্স স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘আমি আমার ব্যাগ টানছিলাম এবং ডভোরাক তার ব্যাগ টানছিল। হঠাৎ একটা পাথর এসে অন্য বাগ্যের সঙ্গে বাঁধা দড়িটি কেটে ফেলে এবং সেটি পাহাড়ের নীচে পড়ে যায়। আমাদের কাছে কোনো খাবার ছিল না, টর্চও ছিল না। আমরা তাঁবু এবং আরোহণের সরঞ্জামও হারিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ’আমরা আমাদের অন্য সঙ্গীদের কাছে বার্তা পাঠিয়েছিলাম। সঙ্গীরা উদ্ধারকারী দলকে জানালে, তারা আমাদের সাহায্য করতে এসেছিল।’
সারাবাংলা/এইচআই