Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইলিশ পাচারকালে ভারতীয় নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৪ ১৯:৪৮

চাঁপাইনবাবগঞ্জ: সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের সময় ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশসহ অলক মণ্ডল (২২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। এসময় জব্দ করা হয়েছে ট্রাক ও ইলিশ মাছ।

সোমবার (৭ অক্টোবর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রহনপুর ব্যাটালিয়ন এ তথ্য জানিয়েছে। এরআগে, রোববার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তেতে ট্রকসহ ইলিশ জব্দ ও ভারতীয় নাগরিকেকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক অলক মন্ডল ভারতীয় নাগরিক। সে ওই দেশের কাঞ্চান্টার টিয়াকাঠি গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে। তিনি ট্রাক চালক।

রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা বাংলাদেশ হতে ভারতগামী ট্রাক তল্লাশী করে। এসময় ট্রাকের মধ্যে একটি বক্সের ভিতর থেকে ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ মাছ উদ্ধার করা হয়। আটক ভারতীয় ট্রাক ও ড্রাইভারকে শিবগঞ্জ থানায় হস্তান্তর শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এসআর

ইলিশ পাচার চাঁপাইনবাবগঞ্জ ভারত

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর