কোনোভাবে গুম-খুনে জড়াবে না র্যাব: মহাপরিচালক
৭ অক্টোবর ২০২৪ ১৯:২৯
ঢাকা: ‘গুম-খুনে কোনোভাবে জড়াবে না র্যাব’- এমন প্রতিশ্রুতি ব্যক্ত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, কাউকে এক জায়গা থেকে ধরে নিয়ে অন্য জায়গায় আটকে রাখা হবে না। আয়না ঘর বলে কিছু নেই। এমনকি বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ডে জড়াবে না র্যাব সদস্যরা।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে র্যাবব সদর দফতরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক শহিদুর রহমান বলেন, ‘জামিনে যেসব জঙ্গিরা বের হয়েছে তাদের মনিটর করা হচ্ছে। শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব। খুন-গুম ফৌজদারি অপরাধ; বাহিনীর কোনো সদস্য এসবে জড়ালে বরদাশত করা হবে না। আইনের মধ্য থেকে কাজ করবে র্যাব। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এরই মধ্যে যোগাযোগ ও পরিদর্শন করেছে। তাদের যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। চাহিদা মতো আরও দেওয়া হবে।’
কেউ গুজব ছড়িয়ে নাশকতার অপচেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সারাবাংলা/এসএসআর/পিটিএম