Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিত্যপণ্যের দামে লাগাম টানতে জেলা পর্যায়ে টাস্কফোর্স গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৪ ২২:৩৫

ঢাকা: নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার ক্রমেই আর চড়া হয়ে উঠছে। বাজারের উত্তাপ এখন সর্বত্র। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না বাজার পরিস্থিতি। সেই বাজারদরের ঊর্ধ্বগতিতে লাগাম টানতে জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সরকার। প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন সংশ্লিষ্ট সরকারি দফতরের প্রতিনিধি ছাড়াও ভোক্তা সমিতি (ক্যাব) ও শিক্ষার্থী প্রতিনিধি থাকছেন এই টাস্কফোর্সে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এখন থেকে প্রতিটি জেলায় নিত্যপণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে কাজ করবে এই টাস্কফোর্স।

বিজ্ঞাপন

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মেহেদী হাসানের সই করা অফিস আদেশে বলা হয়েছে, টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসককে। এর সদস্যসচিব থাকবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক।

১০ সদস্যের টাস্কফোর্সে সদস্য হিসাবে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা তার উপযুক্ত প্রতিনিধি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বা তার উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা বা তার উপযুক্ত প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা বা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি ও দুজন শিক্ষার্থী প্রতিনিধি। তবে টাস্কফোর্স প্রয়োজনে সদস্য যোগ করেও নিতে পারবে (কো-অপ্ট)।

টাস্কফোর্সের কার্যবিধি সম্পর্কে বলা হয়েছে, এই টাস্কফোর্স নিয়মিত বিভিন্ন বাজার, বড় আড়ত, গুদাম, হিমাগার বা সাপ্লাই চেইনের অন্যান্য স্থান সরেজমিনে পরিদর্শন করবে এবং নিত্যপণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারকি করবে। উৎপাদন, পাইকারি ও ভোক্তা পর্যায়ের মধ্যে দামের পার্থক্য যেন ন্যূনতম থাকে, সেটিও নিশ্চিত করবে টাস্কফোর্স, সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে মতবিনিময় সভাও করবে।

বিজ্ঞাপন

অফিস আদেশে বলা হয়েছে, টাস্কফোর্স প্রতিদিনের মনিটরিং শেষে একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেলের নম্বর ও ইমেইল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পাঠাবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিভিন্ন জেলা থেকে পাওয়া প্রতিবেদন সংকলন ও পর্যালোচনা করে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাবে।

সারাবাংলা/ইএইচটি/টিআর

টাস্কফোর্স গঠন নিত্যপণ্যের দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর