দাবি পূরণ না হওয়ায় নার্সরা ফের কর্মবিরতিতে
৮ অক্টোবর ২০২৪ ০৯:২৯
ঢাকা: স্বাস্থ্য উপদেষ্টা আশ্বাস দিলেও এক দফা দাবি পূরণ না হওয়ায় ফের কর্মবিরতির ঘোষণা দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। দুজন নার্সিং কর্মকর্তাকে পূর্ণ দায়িত্ব না দিয়ে অতিরিক্ত দায়িত্ব দেওয়ায় তারা এই কর্মসূচি পালন করবে। এর অংশ হিসেবে আগামী দুই দিন সাড়ে চার থেকে পাঁচ ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন নার্স ও মিডওয়াইফরা।
সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল নার্সিং অ্যাসোসিয়েশনের সামনে সংবাদ সম্মেলনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. মো. শরিফুল ইসলাম এ কর্মবিরতির ঘোষণা দেন।
ড. শরিফুল বলেন, ‘এর আগে কর্মবিরতি চলাকালে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সংস্কার পরিষদের তিন প্রতিনিধির বৈঠক হয়। ওই বৈঠকে উপদেষ্টা আমাদের দাবির প্রতি সহমত প্রকাশ করেন। এক দফা দাবি বাস্তবায়নের পূর্ণ আশ্বাস দেন। এ কারণে আমরা কর্মবিরতি সাময়িক স্থগিত ঘোষণা করেছিলাম।’
‘কিন্তু গতকাল (রোববার, ৬ অক্টোবর) দুজন নার্সিং কর্মকর্তাকে পূর্ণ দায়িত্বে পদায়নের পরিবর্তে অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য সেবা বিভাগ। এই প্রজ্ঞাপন আমাদের এক দফার পরিপন্থি। সব স্তরের নার্সরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে,’— বলেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের এই নেতা।
ফের কর্মবিরতির ঘোষণা দিয়ে ড. শরিফুল বলেন, ‘নার্স সমাজ যথেষ্ট ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আসছে। আমাদের দাবি ছিল, নার্সিং কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব না দিয়ে পূর্ণ দায়িত্ব দিতে হবে। স্বাস্থ্য উপদেষ্টা আমাদের দাবি পূরণের আশ্বাস দিলেও সেটি বাস্তবায়ন হয়নি। তাই আমাদের দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা আবার আগামী দুই দিন কর্মবিরতি পালন করব।’
ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৮ অক্টোবর) দেশের সব সরকারি, বেসরকারি হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবে নার্সরা। তবে কর্মবিরতি চলাকালে হাসপাতালে জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফরা জরুরি স্কোয়াডে নিয়োজিত থাকবে।
সারাবাংলা/এসএসআর/টিআর