Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ১৫:০৭

ঢাকা: ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় ও দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে সাময়িকভাবে সীমিত সময়ের জন্য সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

মঙ্গলবার (৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় অভ্যন্তরীণ বাণিজ্য-১ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে আনতে সাতটি প্রতিষ্ঠানকে চার কোটি ৫০ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আদেশে বলা হয়েছে, প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য মতে, প্রতিদিন দেশে ডিমের চাহিদা প্রায় পাঁচ কোটি। সাময়িকভাবে সীমিত সময়ের জন্য দেশের সাতটি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, মেসার্স মীম এন্টারপ্রাইজকে এক কোটি, মেসার্স তাওসিন ট্রেডার্সকে এক কোটি, মেসার্স সুমন ট্রেডার্সকে ২০ লাখ, আলিফ ট্রেডার্সকে ৩০ লাখ, হিমালয়কে এক কোটি, মেসার্স প্রাইম কেয়ার বাংলাদেশকে ৫০ লাখ এবং মেসার্স জামান ট্রেডার্সকে ৫০ লাখ ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/জেআর/ইআ

ডিম আমদানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর