Thursday 17 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপূজায় ৬দিন বন্ধ থাকবে সোনামসজিদ বন্দরের আমদানি-রফতানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ১৮:০১

চাঁপাইনবাবগঞ্জ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ছয় দিনের জন্য বন্ধ থাকবে। তবে বন্দরের অন্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সাপ্তাহিক ছুটিসহ বুধবার (৯ অক্টোবর) থেকে আগামী সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত এ বন্দরের সব ব্যবসায়ী কার্যক্রম বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (১৫অক্টোবর) থেকে যথারীতি বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করায় শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ বুধবার (৯ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত ছয় দিন মহদিপুর স্থলবন্দরে সব ধরনের কাজ বন্ধ থাকবে। সোনামসজিদ স্থলবন্দর পূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অন্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।

সারাবাংলা/এসআর

আমদানি-রপ্তানি চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ বন্দর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর