Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিংবদন্তি হতে ট্রফির দরকার নেই: মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
৯ অক্টোবর ২০২৪ ০৮:৪২

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জিতেছে বিশ্বকাপ, নারী দল জিতেছে এশিয়া কাপ। তবে বাংলাদেশ পুরুষ দলের নেই আন্তর্জাতিক ট্রফি। বিদায়বেলায় ট্রফি না জেতার খানিকটা আক্ষেপ নিয়েও মাহমুদউল্লাহ রিয়াদ বলছেন, কিংবদন্তির হিসেব করতে গেলেও ট্রফিতে বিচার করা উচিত না।

বাংলাদেশের ক্রিকেটের ‘পঞ্চপান্ডব’ বলা হতো তাদের। এই পান্ডবদের একজন ছিলেন রিয়াদও। তবে জাতীয় দলের হয়ে কোনো আন্তর্জাতিক ট্রফি না জিতেই অবসরের যাচ্ছেন একে একে সবাই। সবশেষ মাহমুদউল্লাহও বিদায় জানালেন টি-২০ ফরম্যাটকে। ভারতের বিপক্ষে সিরিজ শেষেই টি-২০ কে বিদায় বলার ঘোষণাও দিয়েছেন নিজেই।

বিজ্ঞাপন

দীর্ঘ ক্যারিয়ারে আন্তর্জাতিক ট্রফি না থাকলেও সেটা নিয়ে খুব বেশি আক্ষেপ নেই মাহমুদউল্লাহর, ‘আমার ক্যারিয়ারে ট্রফি নেই, এটা খারাপ লাগারই কথা। তবে এটা মানতে রাজি নই যে আমাদের অর্জন নেই। ট্রফি জেতাই যদি বেঞ্চমার্ক হয় তাহলে পৃথিবীর অনেক লিজেন্ডারি খেলোয়াড়কে লিজেন্ড বলা যাবে না। আমি এটাই মনে করি।’

মাহমুদউল্লাহর অভিষেক হয়েছিল ২০০৭ সালে। ১৭ বছর পর বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী বলেই মানছেন তিনি, ‘২০০৭ সালে যখন ড্রেসিংরুমে ঢুকেছি, তখনকার আর এখনকার পরিস্থিতি অনেক ভিন্ন। শুধু পঞ্চপান্ডব না, সবার অবদান আছে এখানে। ট্রফির উপর ভিত্তি করে মূল্যায়ন করা উচিত না। সবারই বড় অবদান আছে।’

টি-২০ ফরম্যাটে বাংলাদেশের আরও ধারাবাহিকতা প্রয়োজন বলেই মানছেন রিয়াদ, ‘আমরা উন্নতি করিনি এটা বলব না। এই ফরম্যাটে আমাদের নিকট অতীতে দারুণ কিছু সাফল্য আছে। হয়তো ধারাবাহিকতার আরও প্রয়োজন।’

সারাবাংলা/এফএম

মাহমুদউল্লাহ রিয়াদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর