Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এম এ মান্নানের জামিন শুনানিতে আদালতে হট্টগোল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৪ ১৩:৩০ | আপডেট: ৯ অক্টোবর ২০২৪ ১৭:৩৩

সুনামগঞ্জ: সুনামগঞ্জের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন শুনানি নিয়ে জেলা দায়রা জজ আদালতে পক্ষে-বিপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারক আদালত থেকে নেমে যাওয়ায় অবশেষে জামিন শুনানি হয়নি।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিনের সামনে এই হট্টগোলের ঘটনা ঘটলে তিনি আদালতের এজলাস থেকে নেমে যান। তবে বিকাল ২টা ৩০ মিনিটে জামিন শুনানির কথা রয়েছে।

বিজ্ঞাপন

আদালত বাদী পক্ষের আইনজীবীরা বলছেন, মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালত থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মামলাটি জেলা দায়রা জজে নিয়ে আসা হয়। তবে এই মামলার শুনানির তারিখ অক্টোবরের ১৪ থেকে ১৫ তারিখ হবার কথা। কিন্তু আদালতে এসে শুনি সাবেক এই মন্ত্রীর জামিন শুনানি আজ। তাই আমরা আদালতে এসে এর বিরোধিতা করলে আদালতের বিচারক মো. হেমায়েত উদ্দিন এজলাস ছেড়ে চলে যান।

মামলার বাদী পক্ষের আইনজীবী আব্দুল হক বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কারাগারে থাকা সাবেক মন্ত্রীর জামিন শুনানি আজকে সেটি আমরা জানিনা। আমরা আদালতকে বাধা দেওয়ার চেষ্টা করলে মন্ত্রীর পক্ষের আইনজীবীরা আমাদের সঙ্গে তর্ক শুরু করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হলে আদালতের এজলাস ছেড়ে বিচারক চলে যান। পরে জানানো হয় ২টা ৩০ মিনিটে আবারও শুনানি হবে। কিন্তু সেই শুনানিতে বাদী পক্ষের আইনজীবীরা উপস্থিত থাকবে কি না পরে জানানো হবে।

উল্লেখ, গত (২ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই বাদী হয়ে ৯৯ জনকে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন। মূলত এই মামলায় কারাগারে আছেন সাবেক এই মন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

আদালত এম এ মান্নান শুনানি

বিজ্ঞাপন

যশোরে ৬ দফা দাবিতে রেল অবরোধ
৩ ডিসেম্বর ২০২৪ ১৬:২৫

আরো

সম্পর্কিত খবর