Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বার সভাপতির সমালোচনা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৪ ১৫:৫৩

ঢাকা: আইন বা নীতিমালা না মেনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

বুধবার (৯ অক্টোবর) নব নিযুক্ত ২৩ বিচারপতির শপথ অনুষ্ঠান শেষে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের মিডিয়া রুমের সামনে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এমন সমালোচনা করেন।

এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘অধ্যাদেশ বা নীতিমালা ছাড়া বিচারক নিয়োগের বিষয়টি আগের মতোই হয়ে গেল। আগেও এইভাবে চলেছে। যার যার পছন্দের লোককে নিয়োগ দিয়েছে। এটা বোধ হয় ভালো হয়নি।’

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, বিচারপতি নিয়োগের প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। বিশেষ করে সরকার পরিবর্তনের পরে এটা প্রয়োজনীয় ছিল। বিচারক নিয়োগ হয়েছে। আমরা আশা করেছিলাম যে, সারা দেশের মানুষের চাহিদা অনুযায়ী, আইনজীবীদের চাহিদা অনুযায়ী বিচারক নিয়োগের আগে নীতিমালা, আইন বা অধ্যাদশ করবে। অধ্যাদেশ দিয়ে তো অনেক কিছু করছে সরকার।

আমি শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম। দেখলাম, নব নিযুক্ত বিচারপতিদের অনেকেই অপরিচিত। কয়েকজন ছাড়া সুপ্রিম কোর্টের পরিচিত মুখ নাই। নব নিযুক্ত জাজদের কয়েকজন সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তাদের মধ্যে দুএকজন এমনও আছেন, যারা গত তিন বছরে একটি মামলাও পরিচালনা করেননি। আমরা তো এটা আশা করিনি।

তিনি বলেন, আমরা আশা করেছিলাম নতুন সরকার আইন করে সৎ, সাহসী ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তিদের বিচারক হিসেবে নিয়োগ করবে। নব নিযুক্ত বিচারপতিদের পাঁচ-সাতজন ছাড়া বাকিদের আপ টু দ্য মার্ক মানসম্পন্ন নিয়োগ হয়েছে বলে আমি মনে করি না।

বিজ্ঞাপন

ব্যারিস্টার খোকন আরও বলেন, আমি মনে করি সরকারের আরও যত্নশীল হওয়া উচিত ছিল। আমরা প্রধান বিচারপতির নিকট, বিচার বিভাগের নিকট আমরা আশা করেছিলাম যে, আরও ভালো মানের বিচারপতি নিয়োগ হবে। আমরা খুশি হতাম যদি আইন করে মান ঠিক করে বিচারক নিয়োগ দেওয়া হতো।

গতকাল (৮ অক্টোবর) ২৩ জনকে দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এর আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ২৩ বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

নব নিযুক্ত ২৩ বিচারপতির মধ্যে ছয়জন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ জেলা জজ, একজন জ্যেষ্ঠ জেলা জজ, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ৯ জন আইনজীবী রয়েছেন।

সারাবাংলা/কেআইএফ / এমপি

আইন নীতিমালা সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর