Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উসকানিমূলক বক্তব্যের অভিযোগ: খালাস পেলেন ফখরুল-রিজভী-খসরু

স্টাফ করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৪ ১৭:৩৭ | আপডেট: ৯ অক্টোবর ২০২৪ ২০:১৪

ঢাকা: উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (৯ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত মামলাটি খারিজ করে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ এ মামলার ধার্য তারিখ ছিল। এ নিয়ে মামলার বাদী এবি সিদ্দিক ২০ বার আদালতে অনুপস্থিত ছিলেন। আদালত মামলাটিতে বাদীকে গড় হাজির দেখিয়ে খারিজ করে দেন। সেইসঙ্গে আসামিদের বেকসুর খালাস দেন।

জানা যায়, ২০১৮ সালের ৬ আগস্ট দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ এনে এবি সিদ্দিকী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর ২০২২ সালের ৯ জুন আদালত মামলাটি গ্রহণ করেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর