Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঊর্মির বিরুদ্ধে খুলনায় মানহানির মামলা


৯ অক্টোবর ২০২৪ ১৭:৫৩ | আপডেট: ৯ অক্টোবর ২০২৪ ১৭:৫৮

খুলনা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদসহ শহীদদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে খুলনার আদালতে মানহানির মামলা দায়ের হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মো. আল-আমিনের আদালতে মানবাধিকারকর্মী মোল্লা শওকাত হোসেন বাবুল বাদী হয়ে মামলাটি করেন।

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার (৫ অক্টোবর) তাপসী তাবাসসুম ঊর্মি শুধু অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস নন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদসহ শহীদদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন যা রাষ্ট্রদ্রোহী অপরাধের শামিল।

খুলনা আদালত মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডির কাছে পাঠাবেন বলে নিশ্চিত করেন বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান।

ঊর্মি মানহানি মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর