Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: ৪ দিনে আক্রান্ত ৪৪৫৭, মৃত্যু ১৪ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৪ ২০:১০

ঢাকা: দেশে রোববার (৬ অক্টোবর) থেকে বুধবার (৯ অক্টোবর) চার দিনে চার হাজার ৪৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাঝে মারা গেছেন ১৪ জন।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে চলতি মৌসুমে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ৩৯ হাজার ৮২২ জন। এর মধ্যে ৩৬ হাজার ১৫১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) থেকে বুধবার (৯ অক্টোবর) পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১৯৬ জন।

বুধবার (৯ অক্টোবর) ডেঙ্গু শনাক্ত ও ডেঙ্গুতে মৃত্যুর এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম।

অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৭০ জন ও নারী ৩৬৩ জন। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৪১ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ১৯৪ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১৩১ জন, খুলনা বিভাগে ৮০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া একই সময়ে রাজশাহী বিভাগে ৫৯ জন, রংপুর বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ৮৬ জন ও সিলেট বিভাগে তিন জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৯ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৯ হাজার ৮২২ জন। এর মধ্যে ৬৩.৩ শতাংশ পুরুষ এবং ৩৬.৭ শতাংশ নারী রয়েছেন। আর চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে ৫০ শতাংশ নারী ও ৫০ শতাংশ পুরুষ।

বর্তমানে সারাদশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৪৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/এইচআই

ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর