Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কার কমিশনের প্রধানদের আপিল বিভাগের বিচারপতিদের মর্যাদা


১০ অক্টোবর ২০২৪ ০২:০০

ঢাকা: রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের গঠন করা ছয়টি সংস্কার কমিশনের প্রধানদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিদের মর্যাদা দিয়েছে সরকার। এসব কমিশনের প্রধানরা আপিল বিভাগের বিচারপতিদের সমান বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

বুধবার (৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে কমিশনের সদস্যদের বৈঠকে উপস্থিতির সম্মানিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত ৩ অক্টোবর নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে সরকার। দুই দিন পর ৬ অক্টোবর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনের সদস্যদের মধ্যে যারা প্রজাতন্ত্রের বিভিন্ন কাজে নিয়োজিত নন, তারা কমিশনের প্রতিটি সভায় অংশগ্রহণের জন্য ১০ হাজার টাকা সম্মানী পাবেন। অন্যদিকে কমিশন সদস্যদের মধ্যে যারা প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত, তারা প্রতিটি বৈঠকের জন্য পাবেন পাঁচ হাজার টাকা।

তবে কমিশনপ্রধান বা কমিশনের কোনো সদস্য যদি অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চান বা অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করতে না চান, তাদের এই চাওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। তখন থেকেই সরকার রাষ্ট্র সংস্কারের কথা বলে আসছে। প্রায় এক মাস পর গত ১১ সেপ্টেম্বর ড. ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ছয়টি সংস্কার কমিশন গঠন করার কথা জানান। কমিশনগুলোর প্রধানদের নামও ঘোষণা করেন তিনি ওই ভাষণে। পরে ৩ অক্টোবর পাঁচটি ও ৬ অক্টোবর বাকি একটি কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে সরকার।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকার কমিশন বিচারপতির মর্যাদা রাষ্ট্র সংস্কার সংস্কার কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর