টি-২০র উন্নতিতে দেশে ভালো উইকেটের দাবি তাসকিনের
১০ অক্টোবর ২০২৪ ০৯:০২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৭
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০তে হারের পর দেশের মাটিতে ভালো পিচের প্রত্যাশা করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিল্লিতে সিরিজের দ্বিতীয় ম্যাচেও ভারতের কাছে বড় ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ৮৬ রানের পরাজয়ের পর সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদও তুললেন সেই একই দাবি। তাসকিন বলছেন, টি-২০ ফরম্যাটে উন্নতি করতে হলে দেশে ভালো মানের পিচ বানাতে হবে।
প্রথম টি-২০তে বাংলাদেশ করেছিল ১২৭ রান। সেই লক্ষ্য অনায়াসেই পার করেছে ভারত। দ্বিতীয় ম্যাচে ভারতীয় ব্যাটারদের ঝড়ে স্কোর পেরিয়েছে ২০০ রান। সেই জবাবে বাংলাদেশ থেমেছে ১৩৫ রানেই।
তাসকিন বলছেন, দেশের পিচ ভালো না হলে এই ফরম্যাটে উন্নতি আনা সম্ভব নয়, ‘আমাদের ঘরোয়া ক্রিকেটের মান ও কাঠামো আরও যত ভালো হবে তত আমাদের জন্য ভালো। আমাদের আমাদের নিজেকের স্কিল আরও উন্নতি করতে হবে। দেশে আরও ভালো উইকেট তৈরি করতে হবে।’
দেশের উইকেটের উন্নতির ব্যাপারে বোর্ডের সাথে আলোচনার কথাও জানান তাসকিন, ‘জিনিসটা আসলে সবার জন্যই ব্যর্থতা। ম্যানেজমেন্ট, ক্রিকেটার সবার জন্য। যখন জয় পাই তখন সবাই উপভোগ করি। ক্রিকেটার হিসেবে আমাদের দায়িত্ব নিজেদের উপরে নিতে হবে। ফ্যাসিলিটি, ভালো কন্ডিশন বোর্ডকে দেখতে হবে। আমাদের কাজ শুধু নিজেদের সবটুকু দেওয়া। এটা নিয়ে আমরা সবাই কথা বলি। বোর্ডকে এই ব্যাপারে অনুরোধ করা করা হয়েছে। আশা করি তারা এই ব্যাপারটা দেখবে। আশা করছি আমরা বেটার কন্ডিশনে খেলে নিজেদের উন্নতি করতে পারব।’
সারাবাংলা/এফএম