Monday 14 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জের সাবেক এমপি মানিককে কারাগারে প্রেরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৪ ১৩:২৩

সুনামগঞ্জ: ৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০অক্টোবর) সকালে সাবেক এই এমপিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বিচারক আলমগীর হোসনের আদালতে নেওয়ার পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আদালত থেকে কারাগারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ।
তিনি জানান, সাবেক এই সংসদ সদস্য শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তারপরও উনাকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, ‘সাবেক এই সংসদ সদস্য এখন খুব অসুস্থ। তার চিকিৎসা সেবা দেওয়ার জন্য এবং কারাগারে ডিভিশন দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। সেই সঙ্গে আজকে সুনির্দিষ্ট আদালত না থাকায় আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) তার জামিন শুনানি হবে। ‘

এর আগে গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

উল্লেখ্য, গত (২ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা করেন। মূলত এই মামলায় সাবেক এই এমপিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউআর

এমপি মানিক সুনামগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর