নরসিংদী: বৈষম্যের বিনাশ, অশুভ শক্তি শোধন আর অসুর বধের প্রার্থনায় মহাসপ্তমীর অঞ্জলি দিতে নরসিংদীর মণ্ডপে মণ্ডপে ভিড় বেড়েছে ভক্তদের।
ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্ত্যাদি, কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজাসহ নানা আচারে উদযাপিত হচ্ছে দিনটি।
নবরাত্রির সপ্তম তিথিতে খুব সকালে কলা গাছ গঙ্গার জলে স্নান করিয়ে, নববধূর মতো নতুন শাড়ি পরানো হয়েছে।
শাস্ত্র অনুযায়ী, মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবী দুর্গা পূজিত হচ্ছেন। এছাড়াও দিনব্যাপী চণ্ডীপাট, দেবী-দর্শন, দেবীর স্মৃতি চরণে ভক্তদের অঞ্জলি, প্রসাদ গ্রহণ চলবে।
এবার দেবী এসেছেন দোলায় চড়ে ফিরে যাবেন ঘোটকে উঠে। দেবীর আগমন ও প্রস্থান শুভকর না হলেও জগৎ জননীর দুর্গতিনাশিনী মা শান্তি ছড়িয়ে দেবেন সর্বত্র এমন আরাধনা ভক্ত অনুরাগীদের।
এবার নরসিংদী জেলায় ছয়টি উপজেলায় ৩৩০টি পূজামণ্ডপে দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।