৮৯ মিনিটের গোলে ব্রাজিলকে জয় এনে দিলেন হেনরিক
১১ অক্টোবর ২০২৪ ০৮:২০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:২৫
বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। পয়েন্ট তালিকার ৬ নম্বরে থাকা ব্রাজিলের সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়েও জেগেছে শঙ্কা। এমন শঙ্কা মাথায় নিয়েই বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে চিলির মুখোমুখি হয়েছিল সেলেসাওরা। সেই ম্যাচে পিছিয়ে পড়েও ৮৯ মিনিটে লুইস হেনরিকের গোলে ২-১ ব্যবধানের দুর্দান্ত এক জয় পেয়েছে ব্রাজিল। এই জয়ে পয়েন্ট তালিকার ৪র্থ স্থানে উঠে এসেছে তারা।
চিলির মাঠে ম্যাচের মাত্র ২ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে ব্রাজিল। লয়োলার বাড়ানো বলে দারুণ এক হেডে চিলিকে এগিয়ে দেন ভারগাস। ২৮ মিনিটে গোল শোধের সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। অল্পের জন্য আত্মঘাতী গোল থেকে রক্ষা পায় চিলি। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে ম্যাচে সমতা ফেরায় ব্রাজিল। স্যাভিওর অ্যাসিস্টে হেডে গোল করে ব্রাজিল শিবিরে স্বস্তি ফেরান ইগোর হেসুস। ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে তেমন কোন গোলের সুযোগ তৈরি করতে পারেনি চিলি। অন্যদিকে ব্রাজিল ফরোয়ার্ডরা বারবার আক্রমণ সাজিয়েও লিড নিতে পারছিল না। অবশেষে ম্যাচের ৮৯ মিনিটে গোল করে ব্রাজিলকে আনন্দে ভাসান লুইস হেনরিক। গুইমারেসের পাসে বল পেয়ে দারুণ এক শটে ব্রাজিলকে জয়সূচক গোল এনে দেন হেনরিক।
শেষ পর্যন্ত ২-১ গোলের স্বস্তি জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এল তারা। ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে নেমে গেল চিলি।
সারাবাংলা/এফএম