কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি, ট্রাকের চালক-সহকারী নিহত
১১ অক্টোবর ২০২৪ ১৩:২১
টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কাভার্ড ভ্যানের চালকও। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক ঠাকুরগাঁওয়ের মহেষপুর এলাকার মো. আজহার আলীর ছেলে আনোয়ারুল ইসলাম। বাকি হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাভার্ড ভ্যানটি দুর্ঘটনাস্থলে পৌঁছালে দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুই গাড়িতে থাকা তিনজন আটকা পড়ে।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান বলেন, দুর্ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন। পুলিশ ও ফায়ার সার্ভিস আধা ঘণ্টার চেষ্টায় আটকে পড়া তিনজনকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, ট্রাকে আটকে পড়া চালক ও সহকারীকে মৃত পাওয়া যায়। তাদের দুজনের মরদেহসহ আহত আরেকজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সারাবাংলা/টিআর/এসডব্লিউআর