মিরপুরে বাসের ধাক্কায় নারী শ্রমিক নিহত
৭ জুন ২০১৮ ১৫:৫৪
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় জান্নাতুল ফেরদৌস (১৪) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে লাবণী আক্তার (১৪) নামের আরেক শ্রমিক।
বৃহস্পতিবার (৭ জুন) সকাল ৭টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের ৫ নম্বর অ্যাভিনিউয়ের বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টায় জান্নাত মারা যায়। সে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার সরদারপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। পরিবারের সাথে মিরপুর ১১ নম্বর সেকশনের লালমাটিয়ায় বি ব্লকে থাকতো।
আহত লাবণীর বাবা আব্দুল লতিফ জানান, স্থানীয় তাজ ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় কাজ করতো দু’জন। প্রতিদিনের মতো সকালে তারা পায়ে হেঁটে কারখানায় যাচ্ছিলো। ৫ নম্বর অ্যাভিনিউ বটতলা এলাকাতে রাস্তা পারাপারের সময় ইটিসি নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হয় তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জান্নাতের মৃত্যু হয়। আহত অবস্থায় লাবণী হাসপাতালে ভর্তি রয়েছে।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) দাদন ফকির বিষয়টি নিশ্চিত করে জানায়, ঘটনাটি শুনেছি। স্থানীয়রা বাসটিকে আটক রেখেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমও