Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৪ ১৬:১৭ | আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৬:২৪

ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা শেষ পর্যন্ত ছিটকে গেলেন বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকেও। বাভুমাকে ছাড়াই মিরপুর টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে প্রোটিয়ারা।

কনুইয়ে আঘাত পেয়ে আইরিশদের বিপক্ষে ২য় ওয়ানডের মাঝপথে মাঠ ছাড়েন বাভুমা। সেই ম্যাচে আর ফিল্ডিংয়ে নামেননি তিনি। পরে ইনজুরির কারণে ৩য় ওয়ানডে থেকে ছিটকে গিয়েছিলেন বাভুমা। শোনা যাচ্ছিল, বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম ম্যাচে মাঠে নাও নামা হতে পারে তার।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত সত্যি হলো সেই শঙ্কাই। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাভুমাকে, ‘বাভুমা প্রথম টেস্টে থাকছেন না। তিনি দলের সাথে ১৫ অক্টোবর ঢাকা যাবেন। সেখানেই তার পুনর্বাসন চলবে। পরের টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করবেন তিনি।’

বাভুমার অনুপস্থিতিতে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। বাভুমার বদলে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ডেওয়াল্ড ব্রেভিস। বাভুমার আগে ইনজুরির কারণে পেসার নান্দ্রে বার্গারকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর