Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৪ ১৮:০৯

বেনাপোল: বেনাপোল সীমান্তের চাত্রের বিলের মাছের ঘের থেকে অহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) বিকালে চাত্রের বিল এলাকার আক্তার মাহমুদ বাবলুর মাছের ঘের থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক।

নিহত অহিদুল ইসলাম ছোটআঁচড়া পূর্বপাড়া এলাকার নিছার আলী খোকনের ছেলে। সে ওই মাছের ঘেরের গার্ড ছিলেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া জানান, ‘ঘেরের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

সারাবাংলা/এসআর

বেনাপল মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর