টাটার নতুন চেয়ারম্যান নোয়েল টাটা
১১ অক্টোবর ২০২৪ ১৮:৫০
রতন টাটার উত্তরসূরী কে হবেন তাই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। টাটা পরিবারেই বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছিল। সেই তালিকায় শীর্ষে ছিলেন নোয়েল টাটা। অবশেষে জল্পনাই সত্যি হল। টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন নোয়েল টাটা।
শুক্রবার (১১ অক্টোবর) মুম্বাইয়ে এক বোর্ড মিটিংয়ে নোয়েলকে ট্রাস্টের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। টাটা সন্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নোয়েল নাভাল টাটা গ্রুপের সঙ্গে অন্তত চার দশক ধরে যুক্ত।
নাভাল এবং সিমোন টাটার পুত্র নোয়েল বর্তমানে ট্রেন্ট, ভোল্টাস, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন এবং টাটা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান পদে রয়েছেন। টাটা স্টিল এবং টাইটানের ভাইস চেয়ারম্যানও এই নোয়েল। তিনি প্রয়াত শিল্পপতি রতন টাটার সৎ ভাই।
ব্রিটেনের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন নোয়েল টাটা। ফ্রান্সের ইনস্যাড থেকে ইন্টারন্যাশনাল এগজিকিউটিভ প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করেছেন। এর আগে ব্রিটেনে থাকাকালীন নেসলেতে কাজ করেছিলেন নোয়েল।
টাটা সন্সের প্রাক্তন বোর্ড সদস্য আর গোপালকৃষ্ণণ এ প্রসঙ্গে বলেছেন, ‘নোয়েল খুব ভাল এবং বিচক্ষণ মানুষ। ব্যবসা চালানো এবং বড় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো দক্ষতা তাঁর রয়েছে। ফলে ট্রাস্টে নতুন মাত্রা সংযোজন করতে পারবেন তিনি। যেটা ট্রাস্ট চালানোর ক্ষেত্রে খুবই জরুরি।’
বুধবার ( ৯ অক্টোবর) মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
টাটা গোষ্ঠীর বিপুল বাণিজ্যিক সাম্রাজ্যের উত্তরাধিকারের সারিতে রয়েছেন নোয়েল টাটার তিন সন্তানও। মায়া টাটা, নেভিল টাটা এবং লি টাটা, তিনজনই বর্তমানে টাটা গোষ্ঠীর নানা সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
সারাবাংলা/এইচআই