Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে ৪৫৬ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

লোকাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৪ ১৯:২০

বেনাপোল : বেনাপোলে অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ৪৫৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব। এসময় আটক করা হয়েছে পাঁচ জন মাদক ব্যবসায়ীকে।

শুক্রবার (১১ অক্টোবর) ভোরে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে এসব ফেনসিডিল জব্দ ও মাদক ব্যবসায়ীদের আটক করে।

র‌্যাব ক্যাম্প থেকে জানায়, দৌলতপুর গ্রামের মো. আলতাফ হোসেনের বাড়িতে ফেনসিডিল মজুদ করা হয়েছে এমন গোপন তথ্যে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলতাফ হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার বাড়ির পাশের খড়ের গাদার ভেতর থেক ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় তার সহযোগীদের।

আটক অন্যরা হলেন- একই গ্রামের মো. আরিফ হোসেন (৩৫), মো. নয়ন হোসেন (২৬) মো. আরিফুল ইসলাম (৪০) ও মো. শফিকুর রহমান ডালিম (৩৪)।

অভিযানে ডালিমের বাড়ির চালের ড্রাম থেকে ২৫০ বোতল, আরিফুর হোসেনের বাড়ি থেকে ৬ বোতল ও নয়নের বাড়িতে তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়, উদ্ধারকৃত ফেনসিডিল জব্দ করা হয়েছে।

সারাবংলা/এসআর

সারাবাংলা/এসআর

আটক ফেনসিডিল জব্দ বেনাপোল মাদক ব্যবসায়ী

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর