ময়মনসিংহে জমির বিরোধে অবসরপ্রাপ্ত পুলিশ খুন
১১ অক্টোবর ২০২৪ ২২:১০
ময়মনসিংহ: জেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের দা’য়ের কোপে মিন্টু মিয়া নামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে নগরীর বাদে কল্পা এলাকায় এ হত্যাকান্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে কোতোয়ালী মডেল থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, ময়মনসিংহ নগরীর বাদে কল্পা এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিন্টু মিয়ার সাথে প্রতিবেশি জাহাঙ্গীর আলমের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার শালিসও হয়েছে। শুক্রবার আবারও শালিসের আয়োজন করা হয়। অমিমাংসিত অবস্থায় শালিসের লোকজন বাড়ি থেকে যাওয়ার পর পরই জাহাঙ্গীর ও তার লোকজন মিন্টু মিয়াকে দা’দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
ঘটনার সময় বাঁধা দিতে গেলে মিন্টু মিয়ার বড় ভাই আব্দুল করিমও দা’য়ের কোপে আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ বলেন, ‘জমি নিয়ে বিরোধে মিন্টু মিয়া নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য খুন হয়েছে। এ খুনের ঘটনায় নাজমুল, রুহুল আমিন ও আব্দুল মান্নান নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। খুনের রহস্য উদঘাটন ও এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। মামলাাটি প্রক্রিয়াধীন রয়েছে।’
সারাবাংলা/এইচআই