Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ভারত’

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৪ ১০:৩৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:২৮

টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে অনায়াসেই হারিয়েছে ভারত। হায়দরাবাদে সিরিজের শেষ ম্যাচে আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন সূর্যকুমার যাদবরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট জানিয়েছেন, শেষ ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান তারা।

সফরের ২ টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল ভারত। টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচেও দাপটের সাথে খেলে সহজ জয় তুলে নিয়েছে তারা। ডেসকাট বলছেন, সিরিজের শেষ ম্যাচ জিতে সব মিলিয়ে ৫-০ ব্যবধানেই বাংলাদেশকে হারাতে চান তারা, ‘অবশ্যই আমরা ভালোভাবে শেষ করতে চাই। হেড কোচের পক্ষ থেকে বার্তা ছিল প্রতিটি ম্যাচই দেশের জন্য খেলছো তোমরা। এর সাথে চাপও থাকছে। এখানে অন্য কিছু ভাবার সুযোগ নেই। এখানে ৩-০ ব্যবধানে জিতে পুরো সিরিজ ৫-০ ব্যবধানে জিততে চাই। এই সিরিজে দারুণ ক্রিকেট খেলেছে পুরো দল।’

বিজ্ঞাপন

সিরিজের শেষ ম্যাচে নতুনদের সুযোগ দিতে চান ডেসকাট, ‘দলে যারা নতুন এসেছে তাদের ব্যাপারেও আমাদের ভাবতে হবে। প্রথম ম্যাচে ২ জন অভিষিক্ত ছিল। এখনো অনেকে আছে যারা সুযোগ পায়নি। আমরা তাদের অবস্থাটা দেখতে চাই। তারা সামনের দিনগুলোতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’

হায়দরাবাদের পিচ প্রথম দুই ম্যাচের পিচ থেকে কিছুটা আলাদা হবে বলেই ধারণা ডেসকাটের, ‘এখানে এখনো পিচ দেখতে পারিনি। দিল্লির মতো কিছুটা হতে পারে। আইপিএলে এখানে হাই স্কোরিং পিচ হয়। তবে আইপিএলের ৫ মাস পেরিয়ে গেছে। দেখা যাক পিচ কেমন হয়। আশা করি পিচে রান থাকবে।’

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর