ঢাকায় ঝুম বৃষ্টি, দুপুরের মধ্যে ঝড়ের আভাস
১২ অক্টোবর ২০২৪ ১০:১১
ঢাকা: ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি। ভোরের দিকে গতি একটু কম থাকলেও সকাল ৯টা বাজতে বাজতে যাকে বলে আকাশ ভেঙে বৃষ্টি নামতে থাকে। মুষলধারে চলতে থাকা বৃষ্টিতে বলতে গেলে থমকে গেছে ঢাকা।
শনিবার (১২ অক্টোবর) সকালের চিত্র ছিল এমনই। এদিকে এ দিন শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ঝুম বৃষ্টিতে অনেকেই যেতে পারছেন না পূজা মণ্ডপে। কেউ কেউ বৃষ্টি মাথায় নিয়েই নবমীর অঞ্জলি নিতে হাজির।
আবহাওয়া অধিদফতর বলছে, কেবল ঢাকা নয়, সাত বিভাগেই রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। দুপুর নাগাদ ঝড় হতে পারে ঢাকাসহ দেশের অনেক এলাকাতেই। এ অবস্থায় দেশের নদী বন্দরগুলোকে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হাতে পারে।
আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তি বলছে, এই বৃষ্টিপাত আর ঝড়ের আভাসের মধ্যেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
একই পরিস্থিতি থাকতে পারে রোববারও (১৩ অক্টোবর)। এ দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। রোববারও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, মৌসুমী বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
এই আবহাওয়াবিদ আরও বলেন, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা অনুযায়ী সারা দেশ থেকে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।
এদিকে শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম, দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে চলমান দুর্গাপূজার মহানবমী পূজা আজ। সকাল ১০টায় পূজা শেষে অঞ্জলি হবে। কিন্তু বৃষ্টি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অঝোর ধারায় বৃষ্টি হওয়ায় সড়কে গাড়ি কমে গেছে। কেউ কেউ হেঁটেই রওয়ানা দিয়েছেন, কাউকে কাউকে বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
সারাবাংলা/জেআর/টিআর