Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়ায় ভবন ধসে প্রান হারাল বাংলাদেশি শ্রমিক

সারাবাংলা ডেস্ক
১২ অক্টোবর ২০২৪ ১৩:৩৭

মালয়েশিয়ায় নির্মাণাধীন এক ভবন ধসে জিদান (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন পাকিস্তানি নাগরিক।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দেশটির মেলাকা রাজ্যের বান্দা হিলিরের জালান বুকিত সেনজুইয়াংয়ে এই ঘটনা ঘটে।

মেলাকা পুলিশের সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই ঘটনায় ২০ থেকে ৪০ বছর বয়সী ওই তিনজন কংক্রিটের বাঁধন খোলার কাজ করছিলেন। এমন সময় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ঘটনাস্থলে মারা যান বাংলাদেশি শ্রমিক জিদান।

জিদানের মরদেহ ওইদিন রাত ১০টার দিকে কংক্রিটের স্তম্ভের খাঁজে কোমর থেকে পা পর্যন্ত আটকা পড়ে থাকতে দেখা যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া, পাকিস্তানি দুই শ্রমিক জুবায়ের আহমেদকে (৩২) বিকাল সাড়ে ৬টা ও আব্বাস গুলমকে রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার করা হয়।

বেঁচে যাওয়া এই দুই পাকিস্তানিকে সফলভাবে উদ্ধার করার পরে হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউআর

মালয়েশিয়া শ্রমিক মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর