Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণে আমরা কাজ করে যাচ্ছি: উপদেষ্টা নাহিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৪ ১৬:১৪

রংপুর: রংপুর উন্নত জেলা ও বিভাগ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে– অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়িত্বশীলরা কাজ করছেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর বিভাগ বৈষম্যের স্বীকার। আমরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছি। আমাদের রংপুর উন্নত জেলা ও বিভাগ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নে দায়িত্বশীলরা কাজ করছেন।’

তিনি বলেন, ‘শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। বিশ্ববিদ্যালয় দিবসে আমরা এ শপথ নিতে চাই, আবু সাঈদরা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিল আমরা যেন সেই আকাঙ্ক্ষা লালন করে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।‘

তিনি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে পিছিয়ে আছে। আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আর অবহেলিত থাকবে না।‘

ভারত প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘ভারত চায় বাংলাদেশে উগ্রবাদ চলুক, সেই পরিস্থিতি বিশ্বকে দেখাতে চায়। তাই ভারতে চলমান উগ্রবাদ ঢাকতে বাংলাদেশে উগ্রবাদ চলছে বলে অপপ্রচার চালানো হচ্ছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘রাজপথের পরাজিত শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শক্তি প্রদর্শনের মাধ্যমে দেশকে নিয়ে মিথ্যা ও গুজব ছড়াচ্ছে। তারা ফেক আইডি খুলে এরকম গুজব ছড়াচ্ছে। আমাদের এসব বিষয়ে আরও সচেতন হতে হবে।‘

বিজ্ঞাপন

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে র‍্যালিতে যোগ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম

সারাবাংলা/এইচআই

উপদেষ্টা নাহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর