রেকর্ড গড়ার ম্যাচে বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দিল ভারত
১২ অক্টোবর ২০২৪ ১১:৩০
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল ভারত। শেষ ম্যাচটা ছিল শুধুই নিয়ম রক্ষার। তবে হায়দরাবাদে সিরিজের শেষ টি-২০তে বাংলাদেশকে রীতিমত নাস্তানাবুদ করে ছাড়ল ভারত। সঞ্জু স্যামসানের অবিশ্বাস্য এক সেঞ্চুরির সুবাদে ব্যাটিংয়ে নেমে রেকর্ড ২৯৭ রান তোলে ভারত। মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচে বাংলাদেশকে শেষ পর্যন্ত ১৩৩ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে শান্তদের হোয়াইটওয়াশের লজ্জা দিলেন তারা।
হায়দরাবাদে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব। ২৩ রানের মাঝে অভিষেককে ফিরিয়ে ভালো সূচনা করে বাংলাদেশের বোলাররা। তবে এরপর যা হয়েছে, সেটা হয়তো ভুলেই যেতে চাইবে বাংলাদেশ। ওপেনার স্যামসন ও সূর্যকুমার জুটি দ্বিতীয় উইকেটে ‘স্টিম রোলার’ চালিয়েছেন বাংলাদেশের বোলারদের উপরে। ব্যাট হাতে এদিন ঝড় তুলেছিলেন এই দুই ব্যাটার।
বাংলাদেশি বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে স্যামসন তুলে নেন আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১১ চার ও ৮ ছক্কায় ৪৭ বলে ১১১ রান করা স্যামসনকে ফিরিয়ে ১৭৩ রানের জুটি ভাঙ্গেন মোস্তাফিজ। স্যামসন সেঞ্চুরি পেলেও সেঞ্চুরি মিসের আফসোস নিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন সূর্যকুমার। ৮ চার ও ৫ ছক্কায় তিনি করেন ৭৫ রান। সূর্যকুমার ফিরেছেন মাহমুদউল্লাহর বলে।
ইনিংসের শেষ প্রান্তে পরাগ-পান্ডিয়া জুটি ভারতের স্কোর ২৫০ পার করিয়ে ৩০০ এর খুব কাছে নিয়ে গিয়েছেন। ১ চার ও ৪ ছক্কায় পরাগ করেছেন ১৩ বলে ৩৪ রান। পুরো সিরিজের দুর্দান্ত ফর্মে থাকা পান্ডিয়া ৪ চার ও ৪ ছক্কায় ১৮ বলে ৪৭ রান করেন। শেষ পর্যন্ত মাত্র ৩ রানের জন্য ৩০০ ছুঁতে পারেনি ভারত।
২০ ওভার শেষে ৬ উইকেটে ২৯৭ রান তোলে ভারত। টেস্ট খেলুড়ে দেশের মাঝে টি-২০তে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড। সব মিলিয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশের হয়ে সেরা বোলার তানজিম সাকিব, ৬৬ রানে নিয়েছেন ৩ উইকেট।
প্রায় অসম্ভব এক লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই ইমনকে হারায় বাংলাদেশ। এক তৌহিদ হৃদয় ও লিটন দাস ছাড়া আর কোনো বাংলাদেশি ব্যাটারই ক্রিজে থিতু হতে পারেননি। নিজের শেষ ইনিংস খেলতে নামা মাহমুদউল্লাহ করেছেন ৯ বলে ৮ রান। হৃদয় ৫ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৬৩ রান করে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন। লিটন করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান। ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৬৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে সেরা বোলার বিশনি, ৩০ রানে নিয়েছেন ৩ উইকেট।
সারাবাংলা/এফএম